হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে তব্র যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকেরা কিছুদিন থেকেই হাজিরা বোনাস বাড়ানোর দাবি করছিলেন বলে জানা গেছে। রোববার সকালে তাঁরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে বাঘের বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের ওই অংশে তীব্র যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়ে বিভিন্ন পরিবহনের যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও শিল্প পুলিশ কাজ করছে। 

এ ছাড়া রোববার সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকেরা ন্যূনতম হাজিরা বোনাস ১ হাজার টাকা, টিফিন বিল বাড়ানোসহ গ্রেড অনুযায়ী বেতন বাড়ানোর দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে। 

শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক বলেন, দুটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এর মধ্যে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট