নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘ত্বকী হত্যা নারায়ণগঞ্জবাসীর জন্য মর্মান্তিক ঘটনা। দেশবাসীসহ বাঙালি ভাষাভাষী যারা পৃথিবীর বিভিন্ন স্থানে আছে, তারা সবাই জানে নারায়ণগঞ্জে একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে। আজ থেকে ১১ বছর আগে হওয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে মানুষের জোর দাবি ছিল, ত্বকী হত্যার বিচার দ্রুত করার জন্য।’
আজ বুধবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ত্বকীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী বলেন, ‘কোনো একটি অজানা কারণে, সব তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও বিচারটি এখনো হচ্ছে না। আমি সরকারের কাছে অনুরোধ করব, আসামি যত প্রভাবশালী হোক না কেন, প্রকৃত খুনিকে বের করার জন্য এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির ব্যবস্থা করার জন্য।’
এর আগে তানভীর মুহাম্মদ ত্বকীর কবরে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।