হোম > সারা দেশ > মাদারীপুর

অণ্ডকোষ চেপে শিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগ

প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে গাছ কাটার জেরে আবদুস ছালাম (৩৭) নামে এক স্কুলশিক্ষককে চোখ উৎপাটন ও অণ্ডকোষ চেপে ধরে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার উত্তর জনারদন্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আব্দুস ছালাম পৌর এলাকার উত্তর জনারদন্দি গ্রামের মৃত গিয়াসউদ্দিন সরদারের ছেলে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন- আবদুস ছালামের চাচা আলালউদ্দিন সরদার (৭৫) ও তাঁর ছেলে সোহেল সরদার এবং মেয়ে লাইলী রোজি, তিশা। এরা একই এলাকার বাসিন্দা। আহত আব্দুস ছালাম, আলাউদ্দিন সরদারের মেজো ভাইয়ের ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি জনারদন্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস ছালাম তাঁর বাড়ির একটি গাছ বিক্রি করে শ্বশুর বাড়ি রওনা দেন। পথিমধ্যে  আলাউদ্দিন সরদারের নির্দেশে তাঁর ছেলেমেয়েরা শিক্ষক ছালামকে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদম মারধর করে। সেই সঙ্গে চাবি দিয়ে তার চোখ উৎপাটন ও  অণ্ডকোষ চেপে ধরে হত্যা চেষ্টা চালায়। পরে আব্দুস ছালামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ব্যাপারে আব্দুস ছালাম বলেন, 'আমি আমার জায়গায় গাছ লাগিয়েছি সেই গাছ বিক্রি করতে ছিলাম। কিন্তু আলাউদ্দিন সরদার সেই গাছ বিক্রি করতে বাধা দিলে, আমি তাঁদের বলি আমার গাছ আমি বিক্রি করব। এরপরেই আলাউদ্দিন সরদারের নির্দেশে তার ছেলেমেয়ে আমার ওপর হামলা চালায়।  সোহেল আমার দুই চোখে চাবি দিয়ে খোঁচা মারে বলে আমার চোখ উঠিয়ে ফেলবে। লাইলী রোজি ও তিশা আমাকে নিচে ফেলে আমার অণ্ডকোষ চেপে ধরে। আমি নিশ্বাস নিতে পারছিলাম না। তাঁরা আমাকে মেরে ফেলে ফেলার উদ্দেশ্যেই এমন অমানবিক হামলা চালায়। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।' 

অভিযোগের বিষয়ে আলাউদ্দিন সরদার বলেন, 'ওই জমির দলিল আমার নামে। আমার জায়গায় আমি গাছ লাগিয়েছি। সেই গাছ ছালাম জোরপুর্বক বিক্রি করতে ছিল, আমি প্রতিবাদ করলে ছালাম আমার ছেলের ওপর হামলা চালায়।' 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন