রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটে আগুন লাগে। ভোর ৫টা ২০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ ।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটে মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে একে একে আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।