হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় তিনদিনে ১৫৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় গত তিন দিনে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন, যা এখন পর্যন্ত রেকর্ড। আগের দিন ছিল ৫০ জন ও এর আগের দিন ছিল ৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

ঢাকায় মৃত্যু বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে–নিজর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ঢাকায় মৃত্যুর সংখ্যা বাড়াটা স্বাভাবিক। কারণ, দেশের বিভিন্ন স্থান থেকে সংকটাপন্ন রোগীরা ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। গ্রামে আক্রান্ত যাদের আর্থিক অবস্থা ভালো, তারাই মূলত ঢাকায় চিকিৎসার জন্য আসছেন। এ কারণে ঢাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ অবস্থা আরও বেশ কিছুদিন চলতে পারে বলে জানান তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয় ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন ২৪ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৩৫৮ জন। রোগী শনাক্তের হার ছিল ২৩ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত ঢাকায় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৭৩২ জন। ঢাকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২৬ জনের। 

রাজধানীতে সরকারি ১৭টি ও বেসরকারি ২৯টি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে। সরকারি হাসপাতালের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা খালি রয়েছে ১৫ টি, যা আগের দিন খালি ছিল ১৭ টি। আর সাধারণ শয্যা খালি আছে ১ হাজার ৩৬৭ টি। বেসরকারি ২৯টি হাসপাতালে আইসিইউ খালি রয়েছে ৮২ টি। সরকারি–বেসরকারি মিলে মোট সাধারণ শয্যা রয়েছে ৬ হাজার ৩৫১ টি। এদের মধ্যে খালি রয়েছে ১ হাজার ৯৮৩ টি। আর সরকারি–বেসরকারি ৯০১টি আইসিইউয়ের মধ্যে খালি রয়েছে ৯৭ টি। 

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট