হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে দেওয়া হলো সাংবাদিককে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আহত সাংবাদিক রিয়াজ হোসেন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম রিয়াজ হোসেন। তিনি একাত্তর টেলিভিশনে কর্মরত। তাঁর ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের ফারুক মোল্লা, তাঁর ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা; সুমন মোল্লা, কাজল মোল্লা ও রিজভী মোল্লা।

সাংবাদিক রিয়াজ জানান, ফারুকের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল। এর জের ধরে বুধবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে হামলা চালান। তাঁরা রিয়াজের মাথা, ঘাড় ও পিঠে ইট দিয়ে আঘাত করেন। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করেন। তখন দুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের হত্যার হুমকি দিয়ে চলে যান।

পরে আহত দুজন স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তাঁরা উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। জড়িতদের ধরতে অভিযান চলছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন