হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে দেওয়া হলো সাংবাদিককে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আহত সাংবাদিক রিয়াজ হোসেন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম রিয়াজ হোসেন। তিনি একাত্তর টেলিভিশনে কর্মরত। তাঁর ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের ফারুক মোল্লা, তাঁর ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা; সুমন মোল্লা, কাজল মোল্লা ও রিজভী মোল্লা।

সাংবাদিক রিয়াজ জানান, ফারুকের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল। এর জের ধরে বুধবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে হামলা চালান। তাঁরা রিয়াজের মাথা, ঘাড় ও পিঠে ইট দিয়ে আঘাত করেন। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করেন। তখন দুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের হত্যার হুমকি দিয়ে চলে যান।

পরে আহত দুজন স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তাঁরা উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। জড়িতদের ধরতে অভিযান চলছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট