চট্টগ্রাম থেকে মাদক নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করত একটি চক্র। এই চক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করেছে র্যাব-৩। র্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—বশির উদ্দীন (৪৭), আবুল হোসেন (২৮), নুরুল আমিন বাবু (২৫) ও জসিম উদ্দীন (৪৫)।
খায়রুল কবির বলেন, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি একটি কাভার্ডভ্যানে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের দিকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলের চালান নিয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয়দের সামনে তল্লাশি করে বস্তার মধ্যে ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিল ও মাদক বহনের কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
খায়রুল কবির আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক চোরাচালানের বিষয়টি স্বীকার করেছে। এ ছাড়া তাঁরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে অবৈধ মাদকদ্রব্য নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’