হোম > সারা দেশ > ঢাকা

মাদক সরবরাহকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম থেকে মাদক নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করত একটি চক্র। এই চক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। র‍্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—বশির উদ্দীন (৪৭), আবুল হোসেন (২৮), নুরুল আমিন বাবু (২৫) ও জসিম উদ্দীন (৪৫)। 

খায়রুল কবির বলেন, র‍্যাব-৩ গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি একটি কাভার্ডভ্যানে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের দিকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলের চালান নিয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয়দের সামনে তল্লাশি করে বস্তার মধ্যে ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিল ও মাদক বহনের কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

খায়রুল কবির আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক চোরাচালানের বিষয়টি স্বীকার করেছে। এ ছাড়া তাঁরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে অবৈধ মাদকদ্রব্য নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া