জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে হামলা হয়েছে।
এ ঘটনায় একজন শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষক রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলা হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এলে অতর্কিত হামলা করে ছাত্রলীগ।