হোম > সারা দেশ > ঢাকা

জবিতে ছাত্র সংসদ চালুর বিষয়ে ৬ শিক্ষকের কমিটি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয়ের জন্য ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। এই কমিটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করবে। আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হলো। কমিটিতে আহ্বায়ক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, সদস্যসচিব হিসেবে প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক রয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন। 

অফিসে আদেশে এই কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে—শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয় করা, জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কমিটি প্রয়োজনে নিজ সুপারভিশনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। 

এ বিষয়ে কমিটির সদস্যসচিব প্রক্টর তাজাম্মুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের সব ধরনের সমস্যা সমন্বয় করে কাজ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ বিরাজমান থাকবে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে