হোম > সারা দেশ > ঢাকা

নয়াটোলায় বাসা থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিঝিল থানার নয়াটোলা এলাকায় রাগীব নুর নোহান নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান।

রাগীব (২০) রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাউনখালী গ্রামের মেহেবুবুর রহমানের ছেলে। তাঁরা সপরিবারে রাজধানীর নয়াটোলা এলাকায় ভাড়ায় থাকতেন।

রাগীবের মামা সেলিম হাসপাতালে সাংবাদিকদের জানান, পরীক্ষার জন্য শুক্রবার রাতেও পড়াশোনা করেন রাগীব। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাগীবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে নয়াটোলা এলাকার এক বাসায় এক পরীক্ষার্থীর আত্মহত্যার খবর আমরা পেয়েছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। কী কারণে সে আত্মহত্যা করেছে, তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে।’

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব