হোম > সারা দেশ > ঢাকা

বিভেদরেখা আর থাকবে না: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে দীর্ঘায়িত করতে ওরা জঙ্গি, ওরা সাম্প্রদায়িক, ওরা এই, ওরা সেই বলে সমাজে বিভেদরেখা তৈরি করা হয়েছিল। সেই বিভেদরেখা আর থাকবে না। এ জন্য দুর্গাপূজাকে আরও সুন্দর, আরও বেশি উন্মুক্ত করতে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে রাত জেগে মণ্ডপ পাহারা দিচ্ছে। যাতে কুচক্রী মহল কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা তো একই ভূখণ্ডের ওপরে দাঁড়িয়ে আছি। একই আলো–বাতাস–জলের মধ্যে অবগাহন করি। এই অবগাহনের মধ্য দিয়ে আমাদের ঐশ্বরিক চিন্তা জাগ্রত হয়েছে। জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না।’ 

রিজভী বলেন, ‘ইতিহাসে বিভিন্ন শাসনকালে আছে হিন্দু আমল, বৌদ্ধ আমল, মুসলিম আমল। এমন বিভিন্ন আমল থাকতে পারে। কিন্তু উৎসবের কোনো শাসনকাল নেই। উৎসব হলো মহামিলন ও অপার আনন্দের জায়গা। এই জায়গাটা যেন আর কেউ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। দেশমাতৃকার সঙ্গে জগৎ জননী মা এই দুইয়ের সম্মিলনে আমাদের মধ্যে যে ভালোবাসার সৃষ্টি হয় দেশের প্রতি, মায়ের প্রতি, নারীদের প্রতি সেই ভালোবাসার উৎসবস্থল হলো দুর্গাপূজা।’ 

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের নেতা মাসুদুর রহমান, রাজু আহমেদ প্রমুখ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে