হোম > সারা দেশ > ঢাকা

ট্রাক উলটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিমি যানজট

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে আজ শুক্রবার ভোরে উল্টে যাওয়া রডভর্তি ট্রাক। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক উলটে অন্তত ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মধ্য বাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট দেখা দেয়।

মহাসড়কে আটকে পড়া যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছে। সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

হাইওয়ে পুলিশ ও যানবাহনের চালকেরা জানিয়েছে, শুক্রবার ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় রডভর্তি একটি ট্রাক উলটে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরানোর সময় লাগায় এই যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন বলেন, ‘সকালে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। কিন্তু গজারিয়ার ভাটের এলাকায় এসে যানজটে আটকে পড়ি। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছে।’

ট্রাক উল্টে মেঘনা সেতু থেকে মধ্য বাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

সজীব নামে এক বাসযাত্রী বলেন, ‘মধ্য বাউশিয়া থেকে দুই ঘণ্টায় মাত্র তিন কিলোমিটার অতিক্রম করতে পেরেছি। তীব্র যানজট।’

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, রডভর্তি একটি ট্রাক মহাসড়কে উলটে যায়। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে ঢাকাগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির