হোম > সারা দেশ > ঢাকা

ট্রাক উলটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিমি যানজট

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে আজ শুক্রবার ভোরে উল্টে যাওয়া রডভর্তি ট্রাক। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক উলটে অন্তত ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মধ্য বাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট দেখা দেয়।

মহাসড়কে আটকে পড়া যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছে। সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

হাইওয়ে পুলিশ ও যানবাহনের চালকেরা জানিয়েছে, শুক্রবার ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় রডভর্তি একটি ট্রাক উলটে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরানোর সময় লাগায় এই যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন বলেন, ‘সকালে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। কিন্তু গজারিয়ার ভাটের এলাকায় এসে যানজটে আটকে পড়ি। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছে।’

ট্রাক উল্টে মেঘনা সেতু থেকে মধ্য বাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

সজীব নামে এক বাসযাত্রী বলেন, ‘মধ্য বাউশিয়া থেকে দুই ঘণ্টায় মাত্র তিন কিলোমিটার অতিক্রম করতে পেরেছি। তীব্র যানজট।’

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, রডভর্তি একটি ট্রাক মহাসড়কে উলটে যায়। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে ঢাকাগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি