বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভার এলাকায় গুলিবিদ্ধ আসহাবুল ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যার ঘটনায় করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, শহীদুলকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনা হয়। সাভার অঞ্চলে দুই শতাধিক ছাত্রকে গুলি করে হত্যার সময় সেখানে তিনি দায়িত্বে ছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘শুনানির সময় ট্রাইব্যুনালে শহীদুলের পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন।’