হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ময়নাতদন্তে জানা যায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার স্বামী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ মহিতুন বেগমের (৪৫) মরদেহ উদ্ধারের এক মাস পর স্বামীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গত ১৬ জুলাই ঘরের সিলিংয়ে সঙ্গে গৃহবধূর মরদেহ ঝুলিয়ে দাবি করা হয় তিনি আত্মহত্যা করেছেন। পরে পরিবার ও পুলিশের সন্দেহের মুখে ময়নাতদন্তের প্রতিবেদনে বেড়িয়ে আসে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

এদিকে ঘটনার ১ মাস পর গতকাল শনিবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ মহিতুন বেগমের স্বামী আব্দুর রবকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার। 

ওসি) আজিজুল হক হাওলাদার নিহতের পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মুহিতুনের সঙ্গে আব্দুর রবের ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত ১৬ জুলাই রাত ১০টার দিকে তাঁরা ঘুমোতে যায়। রাতে মহিতুন বেগমের মরদেহ ওড়না দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝোলানো হয়। সকাল ৭টার দিকে আব্দুর রব প্রতিবেশীদের ডাকাডাকি করে মহিতুন বেগম আত্মহত্যা করেছেন বলে দাবি করেন। পরে এই ঘটনায় অপমৃত্যুর একটা মামলা দায়ের করা হয়। 

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেলের কর্মকর্তা ডাক্তার শেখ ফরহাদ তদন্ত প্রতিবেদন উল্লেখ করে বলেন, ‘গৃহবধূ মহিতুনের মৃত্যু শ্বাসরোধের ফলে অ্যাসপিক্সিয়ার কারণে হয়েছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট