হোম > সারা দেশ > গাজীপুর

জিসিসির উচ্ছেদ অভিযানে ১২০ কোটি টাকার জমি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুধবার বিকালে উচ্ছেদ করে গাজীপুর সিটি করপোরেশন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুধবার বিকেলে উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। উদ্ধার করা জমির পরিমাণ ২৪২ শতাংশ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।

উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তাঁকে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মু. আশরাফ হোসেনসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখা এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। উদ্ধার করা জমিতে স্থানীয়দের খেলার মাঠ ও একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় অধিবাসীদের সামাজিক পরিবেশ উন্নয়ন, এলাকার অপরাধ প্রবণতা বৃদ্ধি রোধকল্পে এই অভিযান চালানো হয়। এটি শুধু অবৈধ দখলদারত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক কল্যাণমূলক কাজের সূচনার যাত্রা।

শরফ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘উদ্ধার জমিতে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য একটি প্রাথমিক বিদ্যালয় এবং তাদের জন্য একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।’

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দিক বিবেচনায় রেখে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জন্য ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর