হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় কলার বাগানে জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার শেরপুর পশ্চিমপাড়ার তাজুল ইসলামের ছেলে মো. রহমত উল্লাহ (৩২) ও একই থানার শেরপুর কান্দাপাড়ার লুৎফর ওরফে লুৎফর মাস্টারের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে ভুট্টো (১৮)। 

নরসিংদী থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, গত সোমবার (৫ ডিসেম্বর) শেরপুরের পূর্বপাড়া বিদিবাড়ি এলাকার কলার বাগানে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনার দুদিন পর গত বুধবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেরপুর পশ্চিমপাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসারকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। এ সময় আসামিরা জানান, অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত কারণে ওই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পরবর্তীতে ওই আসামিদের জবানবন্দি ও দেওয়া তথ্যমতে আজ ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় জোড়া খুনের প্রধান পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা জ্যাকেট ও একটি হাতুড়ি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে মোট ছয়জন জড়িত বলেও জানিয়েছেন তাঁরা। 

মো. আল আমিন আরও বলেন, গ্রেপ্তারের পর পরই আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ