হোম > সারা দেশ > ঢাকা

দ্বিতীয় দফায় বিএনএফের সঙ্গে সংলাপে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে এ দফায় নির্বাচন কমিশন (ইসি) বৈঠকে বসেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনএফ) সঙ্গে। আজ রোববার দুপুর ১২টায় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে দলটির সভাপতি এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে ১৩ জন সদস্য এই সংলাপে অংশ নেন। 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আলোচনার শুরুতে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করব। আমরা এখনো ঐকমত্য দেখছি না। রাজনৈতিক ঐকমত্য না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ 

এই সংলাপে সিইসি ছাড়াও ছিলেন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও চার কমিশনার। 

এর আগে আজ সকালে ব‌বি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এন‌ডিএম) সঙ্গে সংলাপ শুরু করে সংস্থাটি।

গত ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি যোগ দেন কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা। দায়িত্ব নিয়েই তাঁরা দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করে ইসি। 

এতে দলীয় প্রভাবমুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু ভোটের নিরাপত্তা, ইভিএম ব্যবহারে আরও সময় নেওয়া, বিভাগভিত্তিক একাধিক দিনে ভোটের আয়োজন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ইত্যাদি সুপারিশ আসে। কমিশন সেসব আমলে নিয়ে ইতিমধ্যে বিচার-বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে। এ ক্ষেত্রে আরও সময় নিয়ে সবার মতামতের ভিত্তিতে তারা ভোটের আয়োজনে যাবে।

এরপর গত ৬ জুলাই ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের তথ্য জানান। তিনি জানান, ১৭ জুলাই থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে সংলাপ। প্রতিদিন আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চারটি দলের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। উন্মুক্ত আলোচনা হবে। প্রতিটি নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় দলগুলোর সঙ্গে সংলাপ করে। এই কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক