হোম > সারা দেশ > ঢাকা

উদীচীর নতুন কমিটি: সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে এবং পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন। আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে অধ্যাপক বদিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, প্রতিনিধিদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে।

জাতীয় সংগীত এবং সংগঠনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ, ’৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ গুণীজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশনের কাজ।

দেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আসা ২৮৫ জন প্রতিনিধি গোপন ব্যালটে নিজেদের মতামত দেন। দীর্ঘ ভোট গণনার পর কিছু ত্রুটিপূর্ণ ব্যালট বাতিল হয়। সব ভোট গণনা শেষে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে অমিত রঞ্জন দে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান ও প্রদীপ ঘোষ।

এ ছাড়া, মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে ১০ জন এবং কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে ৫২ জন নির্বাচিত হয়েছেন। মোট ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৮৭ জনকে এদিন নির্বাচিত করা হয়েছে। বাকি চারজনকে পরবর্তী সময় কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল। তবে, সম্মেলনের শেষ দিনে একটি অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের চেষ্টা চালানো হয়। এর প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে একটি পাল্টা কমিটিও গঠিত হয়েছিল। তবে, সারা দেশের প্রতিনিধিরা ২০ জুনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে সেই দুটি কমিটিকেই অবৈধ ও অগণতান্ত্রিক বলে ঘোষণা করেন। তাই, এই অধিবেশনে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কমিটিই বর্তমানে উদীচী কেন্দ্রীয় সংসদের বৈধ কমিটি হিসেবে ঘোষিত হয়েছে।

কাউন্সিলের শেষ অংশে, নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সারা দেশে উদীচীর সব শিল্পী-কর্মী একসঙ্গে ঐক্যবদ্ধভাবে উদীচীর আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা