হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সেজান জুস কারখানা থেকে আরও ৩ মরদেহের খন্ডাংশ উদ্ধার

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কারখানার ভেতর থেকে আরও তিনটি মরদেহের হাড়ের অংশ বিশেষ উদ্ধার করেছে সিআইডি পুলিশ। উদ্ধারকৃত হাড়ের অংশ ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন। 

মো: দেলোয়ার হোসেন বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে সেজান জুস কারখানার ছয়তলা ভবনের নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত দিনব্যাপী তল্লাশি অভিযান চালানো হয়। সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) হারুন অর রশিদের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা-পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় আগুনে পুড়ে যাওয়া ভবনের চতুর্থ তলার এক কোনা থেকে তিনটি মরদেহের হাড়ের অংশ উদ্ধার করা হয়। 

সিআইডির সহকারী পুলিশ সুপার মো: হারুন অর রশিদ জানান, চার পাঁচ দিন আগে হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানার কর্মরত শ্রমিক মহিউদ্দিন, সাজ্জাদ ও লাবনীর পরিবারের অভিভাবকেরা মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে মামলার পুনঃ রায়ের আবেদন করেন। আগুন লাগার পর থেকে উক্ত তিনজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাঁদের এই আবেদনের প্রেক্ষিতে সিআইডি পুলিশ ফায়ার সার্ভিসকে চিঠি দেয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ও রূপগঞ্জ থানা-পুলিশ ভবনটিতে চিরুনি অভিযান চালায়। অভিযানের সময় ভবনের চতুর্থ তলা থেকে তিনটি হাড়ের অংশ উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মো. হারুন অর রশিদের বলেন, 'পুড়ে যাওয়া ভবনটির নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত বিপুল পরিমাণ ফিনিসডগুডস থাকায় তল্লাশি চালাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশকে হিমশিম খেতে হয়েছে।' 

উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন তিনজন এবং পরের দিন ভবনের চতুর্থ তলা থেকে আগুনে পুড়ে যাওয়া ৪৮ জনসহ মোট ৫১ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ৪৫ জনের মরদেহ ডিএনএ টেস্টের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।          

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন