হোম > সারা দেশ > ঢাকা

মিটফোর্ড হাসপাতালে ভর্তি ১৬১ জন ডেঙ্গু রোগী

মোস্তাকিম ফারুকী

করোনা পরিস্থিতির মধ্যেই দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকা। ডেঙ্গু ডেডিকেটেড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে বর্তমানে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। 

ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন, ‘এখনো পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে ১৬১ জন রোগী ভর্তি আছেন। আগামীকাল বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত ডেঙ্গু রোগীদের একটি ওয়ার্ডে আনা হবে।’ 

মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. বিভা আফরোজ বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন অবস্থা চলতে থাকলে হাসপাতালে চিকিৎসকের সংকট দেখে দেবে।’ 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হলেও রোগীর সংখ্যা বেশি থাকায় সবার জন্য আলাদা বেড প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তাই মেডিসিন বিভাগ ও শিশু বিভাগে সমন্বয় করে ডেঙ্গু রোগীদের রাখতে হচ্ছে। 

শনির আখড়া থেকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে আসা বায়েজিদ (২৭) নামের এক রোগীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘যে বাড়িতে থাকি সেই বাড়ির চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। আবর্জনা পরিষ্কার করতে বললে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে চলে যেতে বলে।’ 

রাজারবাগ পুলিশ হাসপাতালে চার দিন চিকিৎসা নেন ট্রাফিক পুলিশ পান্নু সরকার (৫০)। সেখান থেকে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রেফার করা হয়। তিনি বলেন, 'ঢাকায় দিনরাত ২৪ ঘণ্টা মশার প্রকোপ। ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকার কারণে সারাক্ষণ ঢাকার রাস্তাতেই থাকতে হচ্ছে। গাড়ি চলাচল ঠিক রাখব, নাকি নিজের শরীর থেকে মশা তাড়াব?'

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ