হোম > সারা দেশ > ঢাকা

মিটফোর্ড হাসপাতালে ভর্তি ১৬১ জন ডেঙ্গু রোগী

মোস্তাকিম ফারুকী

করোনা পরিস্থিতির মধ্যেই দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকা। ডেঙ্গু ডেডিকেটেড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে বর্তমানে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। 

ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন, ‘এখনো পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে ১৬১ জন রোগী ভর্তি আছেন। আগামীকাল বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত ডেঙ্গু রোগীদের একটি ওয়ার্ডে আনা হবে।’ 

মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. বিভা আফরোজ বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন অবস্থা চলতে থাকলে হাসপাতালে চিকিৎসকের সংকট দেখে দেবে।’ 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হলেও রোগীর সংখ্যা বেশি থাকায় সবার জন্য আলাদা বেড প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তাই মেডিসিন বিভাগ ও শিশু বিভাগে সমন্বয় করে ডেঙ্গু রোগীদের রাখতে হচ্ছে। 

শনির আখড়া থেকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে আসা বায়েজিদ (২৭) নামের এক রোগীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘যে বাড়িতে থাকি সেই বাড়ির চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। আবর্জনা পরিষ্কার করতে বললে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে চলে যেতে বলে।’ 

রাজারবাগ পুলিশ হাসপাতালে চার দিন চিকিৎসা নেন ট্রাফিক পুলিশ পান্নু সরকার (৫০)। সেখান থেকে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রেফার করা হয়। তিনি বলেন, 'ঢাকায় দিনরাত ২৪ ঘণ্টা মশার প্রকোপ। ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকার কারণে সারাক্ষণ ঢাকার রাস্তাতেই থাকতে হচ্ছে। গাড়ি চলাচল ঠিক রাখব, নাকি নিজের শরীর থেকে মশা তাড়াব?'

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য