হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় রাফিন আহমেদ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের কসাইবাড়ী রেলগেট এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ওই কলেজশিক্ষার্থী উত্তরার মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার উত্তর মিয়াপাড়া গ্রামের সোহেল আহমেদের ছেলে। বর্তমানে দক্ষিণখান গাওয়াইর বাজারের স্কয়ার বিল্ডিংয়ে পরিবার পরিজনের সঙ্গে থাকতেন। 

এ বিষয়ে রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘কসাইবাড়ী রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় রাফিন আহমেদ নামের এক কলেজশিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কামরুল হাসান বলেন, ‘ঘটনার সময় নিহত কলেজশিক্ষার্থীর স্বজনেরা তার সঙ্গেই ছিলেন। তাই তাদের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার আবেদন করে। যার প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

কামরুল হাসান জানান, ট্রেনটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কমলাপুরের রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ