হোম > সারা দেশ > টাঙ্গাইল

সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঞাপুর-যমুনা সেতু সড়কের কষ্টাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সাইফুল ইসলাম কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। তিনি একজন মাংস ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয়রা জানায়, ভোরে নামাজ পড়ে একজন হাঁটছিলেন। এ সময় তিনি দেখেন রাস্তার পাশে একটি মানুষ পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখতে পান তিনি মৃত। পরে তাঁকে চিনতে পেরে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

মৃতের পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম দেড় মাস আগে সপরিবারে ঢাকার আশুলিয়ায় চলে যান। সেখানে তিনি মাংস ব্যবসার (কসাই) কাজ করতেন। ঢাকায় থাকলেও তিনি গরু কেনার জন্য প্রায়ই বাড়িতে আসতেন। স্থানীয় হাট থেকে দু-একটি গরু কিনে ঢাকায় নিয়ে জবাই করে মাংস বিক্রি করতেন। 

গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হলেও বাড়িতে আসেনি। সকালে স্থানীয়দের কাছে তাঁরা শুনতে পান কে বা কারা মেরে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে। 

সাইফুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, ‘শত্রুতা করে কেউ হয়তো আমার বড় ভাইকে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। আমার ভাইয়ের হত্যায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’ 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্যজাতীয় কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে। 

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনার রহস্য উদ্‌ঘাটন হবে। এ নিয়ে তদন্ত চলছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ