হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনে যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না: স্টেশন ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৬টি আন্তনগর ও লোকাল ট্রেন ছেড়ে গেছে। গতকাল যেহেতু গার্মেন্টস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়েছে, ফলে যাত্রীর চাপ বেড়েছে। তার একটা প্রভাব পড়েছে ট্রেনে, যার ফলে স্টেশনে ঘরমুখী মানুষের প্রচুর ভিড়। এই অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না। তবে প্রতিটি ট্রেন সতর্কতার ও নিরাপত্তার সঙ্গে চালানো হচ্ছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কমলাপুরে রেলস্টেশনে ট্রেনে ঈদযাত্রার বিষয়ে সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেশন ম্যানেজার।

ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে। কিন্তু উত্তর ও পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না। এর মধ্যে কোনোটা এক থেকে দুই ঘণ্টা দেরিতে যাচ্ছে। তবে সুন্দরবন এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। 

ট্রেনে যাত্রীর চাপের বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ লাখ লোক ট্রেনে রওনা করেছে। এত বেশি যাত্রীর চাপ এবং মানুষের যে স্রোত, সেটা ঠেকানো যাচ্ছে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জিআরপি পুলিশ সবাই যাত্রীর চাপের কাছে ব্যর্থ হয়েছে। ট্রেনের ছাদ থেকে যাত্রী নামানো যাচ্ছে না। 

তবে আমরা যাত্রীদের নিষেধ করেছি ট্রেনের ছাদে, বাফারে ও ইঞ্জিনে না উঠতে। কিন্তু কারোর কথাই যাত্রীরা শুনছে না। আমরা চেষ্টা করছি তাদের ঈদযাত্রাটা নির্বিঘ্ন করার। 

এদিকে শনিবার রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে, যাত্রা বাতিল করা হয়নি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু