হোম > সারা দেশ > নরসিংদী

মেঘনায় গোসলে নেমে ২ ছাত্র নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে পিকনিকে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ ছাত্ররা হলো পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. গালিব মিয়া (১৫) ও রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে সহিদুল ইসলাম মাফফুজ (১৭)। তারা সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী। 

জানা গেছে, মাদ্রাসার বার্ষিক পিকনিকে শিক্ষকসহ ৩২ জন চর আফজালে যায়। বিকেলে ফুটবল খেলা শেষে মেঘনা নদীতে গোসল করতে নেমে তারা ডুবে যায়। খবর পেয়ে সদরের করিমপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। এদিকে নরসিংদীতে ডুবুরি দল না থাকায় রাত ৯টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়।

করিমপুর নৌ-পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবার উদ্ধারকাজ চালানো হয়। আজ শুক্রবার ঢাকা থেকে ডুবুরি দল আসার পর আবারও উদ্ধারকাজ শুরু হবে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯