হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার খাদে, চালকসহ আহত ২

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার খাদে পড়ে প্রাইভেটকারচালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত দুজন হলেন উপজেলার ইছাপুরা ইউনিয়নের কাকালদি গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো. আজিজুল হক (৬৫) ও প্রাইভেটকারচালক ভোলার দৌলতখান উপজেলার জোয়াননগর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. সেলিম (৪২)। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আজ সকাল ৭টার দিকে নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া এলাকায় ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী সিরাজদিখান পরিবহনের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা প্রাইভেটকারের চালক ও এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, ‘দুর্ঘটনাটি আমাদের কার্যালয়ের কাছেই ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট