হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় দিনব্যাপী কর্মবিরতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ায় গাজীপুরের টঙ্গীতে দিনব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর বিসিক এলাকার বেলীসিমা অ্যাপারেলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। 

কারখানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিভিন্ন পদে থাকা আট শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর কারফিউ জারি হলে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। আজ বুধবার কারখানা খোলার ঘোষণা পেয়ে কাজে যোগ দেন কারখানাটির ৫ শতাধিক শ্রমিক। পরে সকাল ৯টার দিকে ওই আট শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার প্রতিবাদে কারখানা প্রধান ফটকে অবস্থান বিক্ষুব্ধ শ্রমিকেরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কারখানার ভেতরে অবস্থান নিতে অনুরোধ জানায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ফিরে এসে দিনভর কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকেরা বিকেল ৫টার দিকে কারখানা ছেড়ে চলে যায়। 

তবে এ ঘটনায় বেলীসিমা অ্যাপারেলস লিমিটেড কারখানার কোনো কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, কয়েকটি অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষ ওই আটজন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এতে অন্যান্য শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট