বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারিস চৌধুরী মারা যাওয়া নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে তা নিয়ে তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
পান্থপথে মৃত এক ব্যক্তি হারিস চৌধুরী কি না? এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছি। পত্রিকায় খবর এসেছে। এটা নিয়ে ডিবি কাজ করছে। মরদেহ উঠিয়ে নমুনা সংগ্রহ করলে বা ডিএনএ টেস্ট করলে সঠিক তদন্ত পাওয়া যাবে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হারিছ চৌধুরীর যাবজ্জীবন সাজা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলারও আসামি ছিলেন হারিছ চৌধুরী। গত ১৪ বছর ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজেছিল পুলিশ ও গোয়েন্দারা।