হোম > সারা দেশ > ঢাকা

ডিভাইডারে উঠে মাইক্রোকে চাপা দিল এনা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া গতির এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত দিক থেকে আসা এক মাইক্রোবাসকে চাপা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। তাঁর নাম পরিচয় জানা যায়নি। সড়কের ডিভাইডার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কের উত্তরা থেকে খিলক্ষেত এবং জিয়া কলোনি থেকে খিলক্ষেত পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

টঙ্গী থেকে বনানীগামী এক যাত্রী বলেন, সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরা পার হতেই দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে। 

খিলক্ষেতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছিল। রেকার দিয়ে গাড়ি দুটি সরাতে ঘণ্টা খানিক লেগে যায়। গাড়ি দুটি সরানোর পর মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। 

খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনা বাসের চালক পালিয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।    

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ