হোম > সারা দেশ > ঢাকা

ডিভাইডারে উঠে মাইক্রোকে চাপা দিল এনা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া গতির এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত দিক থেকে আসা এক মাইক্রোবাসকে চাপা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। তাঁর নাম পরিচয় জানা যায়নি। সড়কের ডিভাইডার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কের উত্তরা থেকে খিলক্ষেত এবং জিয়া কলোনি থেকে খিলক্ষেত পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

টঙ্গী থেকে বনানীগামী এক যাত্রী বলেন, সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরা পার হতেই দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে। 

খিলক্ষেতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছিল। রেকার দিয়ে গাড়ি দুটি সরাতে ঘণ্টা খানিক লেগে যায়। গাড়ি দুটি সরানোর পর মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। 

খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনা বাসের চালক পালিয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।    

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর