হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের সাবেক নেতাকে গণধোলাই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সংলগ্ন পলাশী কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে দোকানির গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তাঁর সহযোগী শহিদুল ইসলাম।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ মেহেদী ও শহিদুল দু-এক দিন পরপরই পলাশী কাঁচাবাজারে গিয়ে চাঁদা আদায় করতেন।

ঘটনার বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. মাহবুব-উজ জামান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গতকাল (রোববার) রাত সাড়ে ১১টার দিকে মেহেদী ও শহিদুল পলাশী কাঁচাবাজারে চাঁদাবাজি করতে যান। কাঁচাবাজারের ব্যবসায়ীরা একত্র হয়ে দুজনকে আটক করেন। তাঁরা দুজনকে গণপিটুনি দেন। পরে তাঁদের চকবাজার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের থানায় নেওয়া হয়। আজ (সোমবার) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ