হোম > সারা দেশ > ঢাকা

মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে প্রতিবন্ধী মনিরুজ্জামান

গাজীপুরের শ্রীপুরে বাক্‌প্রতিবন্ধী মনিরুজ্জামান। মায়ের হাত ধরে এসেছেন ভোট দিতে। প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। 
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে মা আকলিমা আক্তারের হাত ধরে ভোটাধিকার প্রয়োগ করতে আসেন। 

বাক্‌প্রতিবন্ধী ৩৮ বছর বয়সী মনিরুজ্জামান শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মান্নানের ছেলে। 

আকলিমা আক্তার বলেন, ‘আজ সকাল থেকেই ইশারায় সে ভোট দেওয়ার জন্য আবদার করতে থাকে। এ জন্য তাকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। কয়েক প্রার্থীর ছবি দেখিয়ে তার পছন্দের প্রার্থীর প্রতীক নির্বাচন করা হয়েছে। প্রায় প্রতিটি নির্বাচনে ছেলে ভোট দেয়।’ 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। হিজড়া ছয়জন। মোট ভোটকেন্দ্র ১৪৮টি। চেয়ারম্যান পদপ্রার্থী তিন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে