হোম > সারা দেশ > ঢাকা

যাত্রী সেজে বাস ও অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিএনপির ডাকা দেশব্যাপী হরতালকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওরে পৃথক স্থানে যাত্রী সেজে বাসে ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আজ রোববার ঘটা এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

দুর্বৃত্তদের আগুন দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। তিনি বলেন, ‘খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’ 

পুলিশ জানায়, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কের ঘিওর উপজেলার উভাজানী এলাকায় যাত্রী সেজে একটি অটোরিকশা থামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 

এর আগে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় দমকল বাহিনী বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি গোলড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

অটোরিকশার চালক উজ্জ্বল হোসেন বলেন, ‘মানিকগঞ্জ থেকে ঝিটকা যাওয়ার সময় উভাজানী এলাকায় ব্রিজের ঢালে যাত্রী সেজে চার পাঁচজন লোক সিগনাল দেয়। সিএনজি থামানোর সঙ্গে সঙ্গে তাঁরা গ্লাস ভেঙে ফেলে। এ সময় তাঁরা আমার গায়ে পেট্রল ঢেলে দিতে চাইলে আমি দৌড়ে পালাই। পরে আমার সিএনজিতে আগুন ধরিয়ে দিয়ে তাঁরা পালিয়ে যান।’ 

বাস চালক আনোয়ার হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা বানিয়াজুরী বাসস্ট্যান্ড থেকে যাত্রী সেজে আমার বাসে ওঠে। বাকিরা ঘটনাস্থলে অবস্থান করেন। বাসটি তরা এলাকায় পৌঁছার পরপর সাধারণ যাত্রীদের নামিয়ে পেট্রল ঢেলে আমার বাসে আগুন ধরিয়ে দেন। বাসভর্তি যাত্রী ছিল। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও ততক্ষণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়।’ 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তিনি বলেন, ‘এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ তদন্ত করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। ঢাকা-আরিচা মহসড়কসহ অন্য সংযোগ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান