হোম > সারা দেশ > ঢাকা

অমির অফিস থেকে ১০২টি পাসপোর্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পরীমণিকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অমির দক্ষিণখানের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার অফিসে অভিযান চালিয়ে ১০২টি পাসপোর্ট জব্দ করেছে সাভার থানা-পুলিশ। এ সময় অমির সহযোগী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ওই দুই সহযোগী হলেন বাছির ও মশিউর মিয়া।

আজ বুধবার দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাংলাদেশ পাসপোর্ট আইন ২০১৭ এ দক্ষিণখান থানায় অমিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে সাভার থানার পুলিশ। ওই মামলায় অমি ও তার দুই সহযোগীকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, দক্ষিণখান থানার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তুহিন সিদ্দিকী অমির। সেই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা বাছির ও মশিউর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি তুহিন সিদ্দিকী অমির হলেও এর পরিচালনার দায়িত্বে ছিলেন বাছির ও মশিউর মিয়া। তাঁদের মধ্যে একজন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্যজন মার্কেটিং ডিরেক্টর। বিশেষ কোনো অনুমতি ছাড়া একটি লোক বা একটি প্রতিষ্ঠানের কাছে এতগুলো পাসপোর্ট থাকা বেআইনি। সে কারণেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক