হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনায় গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে তারা ডুবে যায়। 

নিহতরা হলো—উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। স্থানীয় গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের সুজয় পাল দশম শ্রেণির শিক্ষার্থী ও লিখন পাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই। 

স্থানীয়রা জানান, দুপুরে ৫-৬ জন বন্ধু মিলে যমুনা নদীর খানুরবাড়ি অংশে গোসল করতে নামে। একপর্যায়ে সুজয় পাল স্রোতের টানে পানির ঘূর্ণিপাকে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য লিখন পাল এগিয়ে যায়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরলে কেউ আর উঠে আসতে পারেনি। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া জান্নাত বলেন, ওই দুই ভাইকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ