হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: আজকের পত্রিকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমনের উদ্দেশে আসা এক যাত্রীর ব্যাগ থেকে কৌশলে লুকিয়ে রাখা ২৫ লাখ ২৭ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। তবে ওই যাত্রীকে আটক করা সম্ভব হয়নি। আজ বুধবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের চেক ইন রো-সি এলাকায় নিরাপত্তা তল্লাশিতে এসব মুদ্রা জব্দ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, বহির্গমনের উদ্দেশে বিমানবন্দরে আসেন এক যাত্রী। পরবর্তীতে তল্লাশির সময় তাঁর ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত স্ক্যানার কর্পোর‍্যাল নাইমুর রহমান ওই যাত্রীর ব্যাগের ভেতর কাগজের মুদ্রার মতো কিছু দেখতে পান।

তিনি আরও বলেন, ব্যাগটি খোলা হলে ব্যাগের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা পাওয়া যায়। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ লাখ ২৭ হাজার ৯৮২ টাকা। ব্যাগটি খোলার সময় বিমানবন্দরে দায়িত্বরত এএসএম, নিরাপত্তা কর্মকর্তা, এভসেক সদস্য, স্ক্যানার, কাস্টমস সদস্য এবং এয়ারলাইনস সদস্যের উপস্থিত ছিলেন।

কাউসার মাহমুদ বলেন, জব্দ করা অর্থ ঢাকা কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক