হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: আজকের পত্রিকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমনের উদ্দেশে আসা এক যাত্রীর ব্যাগ থেকে কৌশলে লুকিয়ে রাখা ২৫ লাখ ২৭ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। তবে ওই যাত্রীকে আটক করা সম্ভব হয়নি। আজ বুধবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের চেক ইন রো-সি এলাকায় নিরাপত্তা তল্লাশিতে এসব মুদ্রা জব্দ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, বহির্গমনের উদ্দেশে বিমানবন্দরে আসেন এক যাত্রী। পরবর্তীতে তল্লাশির সময় তাঁর ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত স্ক্যানার কর্পোর‍্যাল নাইমুর রহমান ওই যাত্রীর ব্যাগের ভেতর কাগজের মুদ্রার মতো কিছু দেখতে পান।

তিনি আরও বলেন, ব্যাগটি খোলা হলে ব্যাগের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা পাওয়া যায়। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ লাখ ২৭ হাজার ৯৮২ টাকা। ব্যাগটি খোলার সময় বিমানবন্দরে দায়িত্বরত এএসএম, নিরাপত্তা কর্মকর্তা, এভসেক সদস্য, স্ক্যানার, কাস্টমস সদস্য এবং এয়ারলাইনস সদস্যের উপস্থিত ছিলেন।

কাউসার মাহমুদ বলেন, জব্দ করা অর্থ ঢাকা কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে