হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামির মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আব্দুল আউয়াল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আব্দুল আউয়াল (৬২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলার আসামি। গতকাল রোববার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আউয়ালের মৃত্যু হয়।

আজ সোমবার বিকেলে আব্দুল আউয়ালের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কারাগারের জেলার মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বলেন, আব্দুল আউয়াল গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। এরপরে হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করলে আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

নিহতের ছেলে জামান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল আউয়ালের বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গত রোববার উচ্চ আদালত থেকে দুটি মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়। বিষয়টি জেলে গিয়ে তাঁকে জানিয়ে আসা হয়েছিল। জামিনে মুক্ত হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির