হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে আগুনে পুড়ল অর্ধশত দোকান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে আগুন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এর সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। পুড়ে যায় অন্তত ৫০টি দোকান, যার মধ্যে রয়েছে কাপড়, মুদি ও মুরগির দোকান।

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে আগুন। ছবি: আজকের পত্রিকা

ভুক্তভোগী মা স্টোরের মালিক মো. জনি বলেন, ‘ঈদ সামনে রেখে গতকালই ঢাকা থেকে মাল এনেছিলাম। রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। কিছুক্ষণ পরেই খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকান ছাই হয়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব। আমি সরকারের সহায়তা কামনা করছি।’

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীনগরের দুটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে সিরাজদিখান ও লৌহজংয়ের দুটি করে মোট ছয়টি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে অন্তত ৫০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

জুলাই অভ্যুত্থানের বিপক্ষ শক্তিই গণভোট নিয়ে প্রশ্ন তুলতে পারে: উপদেষ্টা আদিলুর

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার