হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা যাত্রী ছাউনির সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম রোহান (১৭)। তিনি ঢাকা জেলার দোহার থানার দীবপুর গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহান বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে অজ্ঞাত একটি চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

রোহানের সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। তাঁকে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো নম্বর প্লেট ছিল না।

বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ