হোম > সারা দেশ > ঢাকা

আবদুর রউফ ছিলেন সফল প্রধান নির্বাচন কমিশনার: বিচারপতি জুবায়ের রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, ‘আবদুর রউফ একাধারে সফল আইনজীবী, বিচারপতি ও অত্যন্ত সফল প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি ছিলেন সফল সমাজসংস্কারক ও পথিকৃৎ। সেই সঙ্গে ছিলেন সফল ও বিচক্ষণ সালিসকারক। বাংলাদেশের বাস্তবতায় প্রায় সবাই কোনো পদের জন্য সচেষ্ট থাকি, সক্রিয় থাকি এবং বিভিন্নভাবে চেষ্টা করি, যেটাকে তদবির বলে। বিচারপতি আবদুর রউফ একদম সে রকম ছিলেন না।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ শনিবার জাতীয় নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত মোহাম্মদ আবদুর রউফের স্মরণসভার আয়োজন করে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ সময় প্রয়াত বিচারপতি আবদুর রউফের ছেলে অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক বলেন, প্রয়াত বিচারপতি আবদুর রউফ তাঁর বিচারিক জীবনে প্রচুর মামলা নিষ্পত্তি করেছেন, যা বিচারপ্রার্থী মানুষের ভাগ্য উন্নয়নে অসামান্য অবদান রেখেছে। বিচারপতি হিসেবে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে তিনি কখনো পিছপা হননি। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ১৯৯১ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে আজীবন সংগ্রাম করেছেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আপিল বিভাগের আরেক বিচারপতি এস এম এমদাদুল হক বলেন, ‘বিচারপতি আবদুর রউফ যে ভূমিকা রেখেছেন, তা আমাদের বিচার বিভাগের জন্য অহংকার। তিনি অবসরের পর ১৬ কোটি মানুষের দায়িত্ব নিয়েছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন, কীভাবে একটি সুন্দর নির্বাচন দেওয়া যায়।’

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির