হোম > সারা দেশ > ঢাকা

সাভারে গণপরিবহনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

অরূপ রায়

সাভার: কারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে গণপরিবহন না পেয়ে তাঁরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে তাঁরা কারখানা খোলা রাখার পাশাপাশি গণপরিবহন চালু রাখার দাবি জানান।

এদিকে অবরোধের কারণে আজ সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে মালবাহী ট্রাক, বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ও রিকশার যাত্রীরা দুর্ভোগের শিকার হন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আজ সোমবার সকালে সাভারের রেডিওকলোনি ও বাজার বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শ পোশাকশ্রমিক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও কোনো যানবাহন না পেয়ে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁরা সকাল সাড়ে ৭টার দিকে রেডিওকলোনি, শিমুলতলা ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থেকে তাঁরা কারখানা খোলা রাখার পাশাপাশি গণপরিবহন চালু রাখার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ৯টার দিকে আবার যানবাহন চলাচল শুরু হয়।

শ্রমিকেরা বলেন, তাঁদের আনা-নেওয়ার জন্য সাভার ও আশুলিয়ার অনেক কারখানার নিজস্ব পরিবহনব্যবস্থা রয়েছে। যেসব কারখানার নিজস্ব পরিবহনব্যবস্থা নেই, সেসব কারখানার শ্রমিকদের গণপরিবহনে যাতায়াত করতে হয়। কোনো কারণে কর্মস্থলে উপস্থিত হতে দেরি হলে বা না গেলে শ্রমিকদের ওই দিন অনুপস্থিত দেখিয়ে বেতন কাটা হয়, যা তাঁদের জন্য বেশ কষ্টের বিষয়।

আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক মনির হোসেন কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রেডিওকলোনি বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু পরিবহনসংকটের কারণে সকাল সাড়ে ৭টায়ও তাঁর পক্ষে কর্মস্থলে রওনা করা সম্ভব হয়নি। মনির বলেন, ‘কারখানা খোলা রেখে লকডাউন দেওয়া হলে শ্রমিকদের জন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় গণপরিবহন লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত রাখতে হবে।’

এ প্রসঙ্গে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা আজ পরিবহনসংকটে পড়েন। এ কারণে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ