নরসিংদীতে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চাকশাল মাঠে এ ঘটনা ঘটে।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৭) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকার কবির মিয়া (২৭)।
আহত দুজন হলেন–সিরাজ মিয়া ও সৌরভ। তাঁরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক ও শ্রমিক চাকশাল মাঠে ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ করছিলেন। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে কবির মিয়া নামের এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিরাজ মিয়া ও সৌরভ আহত হন।