হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি

নিহত সগির। ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সগির (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং তিনি রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। দুপুর পর্যন্ত লাশ ঘটনাস্থলেই পড়ে থাকায় উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

পরিবারের সদস্যদের ধারণা, পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে সগিরকে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, সগিরের আট বছর আগে বিয়ে হয়েছিল এবং তাঁদের একটি কন্যাসন্তান আছে। স্ত্রীর পরকীয়ার কারণে দুই বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়, তবে পরে আবার তাঁরা সংসার শুরু করেন। সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল এবং পরকীয়ার বিষয় নিয়ে ঝগড়া-বিবাদও হচ্ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আখতার হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনা তদন্ত করা হচ্ছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার