হোম > সারা দেশ > রাজবাড়ী

ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাসের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন তাঁর সমর্থকেরা। 

বিক্ষোভ মিছিলটি পাংশা ট্যাম্পুস্ট্যান্ড থেকে বের হয়। কালীবাড়ি মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি কালীকাড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওহাব মণ্ডল, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজমুল হাকিম রুমি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামাল আল মামুন প্রমুখ।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা