হোম > সারা দেশ > ঢাকা

আইডিইবির বর্তমান কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানায় সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আব্দুর রব ভূঞা। এ ছাড়া সাধারণ সম্পাদক আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে আইডিইবির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে নৈতিকতাবিবর্জিত দাবি করে বলা হয়, এঁরা নারী কেলেঙ্কারির কারণে পুলিশ বাদী মামলার আসামি। ঋণখেলাপির দায়ে তাঁদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁরা আইডিইবিতে বিভক্তি ও অনৈক্যকে স্থায়ী রূপ দিয়ে সদস্যদের ক্ষতি করে চলছেন। 

সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নীতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত দুইটি নির্বাচনে আইডিইবির নেতারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গুম করে রাখেন এবং নমিনেশন পেপার জমা দিতে দেননি। এ ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে কিছু নতুন নিয়ম তৈরি করেছেন তাঁরা। 

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত আইডিইবির সদস্য হলেই তাঁরা ভোটার হতে পারতেন, কিন্তু এখন ভোটার হতে হলে এক বছর আগে সদস্য হতে হবে। আগে নির্বাচনের পূর্বের তিন বছরের বার্ষিক চাঁদা পরিশোধ করলেই সদস্যরা ভোটার হতে পারতেন, এখন ভোটার হতে হলে সদস্য হওয়ার পর থেকে বিগত সব বছরের চাঁদা পরিশোধ করতে হবে। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বর্তমান কমিটি দুই বছরের টার্মকে তিন বছরে রূপান্তর করেছে এবং একই পদে পরপর দুই টার্মের বেশি নির্বাচন না করার বিধানটিও বিলুপ্ত করেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন