হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বাস ও দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর-আজমতপুর-ইটাখোলার বাইপাস সড়কের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছেন স্থানীয়রা। 

এসআই জানান, সকালে নরসিংদী মাধবদী আন-নূর একাডেমির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে ৪৫ জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে একটি বাস গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাচ্ছিল। পথে গাজীপুর-আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া চৌরাস্তায় পৌঁছালে বাস, অটো ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। কালীগঞ্জ উপজেলার পুনসহি ও নুরুন উচ্চবিদ্যালয়ের ৬ শিক্ষার্থী, অভিভাবক ও অটো চালকসহ ১০ জন আহত হয়। ওই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। 

এসআই আরও জানান, গুরুতর আহত অবস্থায় নরুন উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী মায়মুনা ও তার মা হারিছাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকি পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নেয়। তাদের সবার নাম জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন