হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আম

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আমের গুটি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকায় আমগাছে আসে কম মুকুল। আবার বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে মাঝারি আকৃতির আমের গুটি।

উপজেলার ঘিওর সদর, বানিয়াজুরী, বালিয়াখোড়া, সিংজুরী, নালী, বড়টিয়া, পয়লা ইউনিয়নের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে আমগাছ। এ ছাড়া রাস্তার পাশেও রয়েছে বিভিন্ন উন্নত জাতের আমগাছ। বর্তমানে এসব এলাকার আমগাছের নিচে দেখা যায় ঝরে পড়ে রয়েছে অসংখ্য ছোট ছোট আমের গুটি।

উপজেলার রাথুরা গ্রামের আবুল হোসেন বলেন, ‘সর্বশেষ দিন পনেরো আগে হালকা বৃষ্টি হয়েছে। তারপর আর বৃষ্টির দেখা নেই। দিনদিন তাপমাত্রা বাড়ছে। আমার বাড়ির সাতটি গাছের তিন ভাগের এক ভাগ আম ঝরে পড়েছে। বৃষ্টি না হওয়ায় আম নিয়ে বেকায়দায় রয়েছি।’

এ বিষয়ে বাণিজ্যভিত্তিক আমবাগানের মালিক বানিয়াজুরী (দুর্গাবাড়ি) গ্রামের পলাশ সরকার বলেন, ‘আমগাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করেও গুটি টেকানো যাচ্ছে না। এ সময় বৃষ্টি না হওয়ায় আম নিয়ে চিন্তায় রয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান, তাপমাত্রা বাড়ার কারণে বর্তমানে আমগাছে যে গুটি ঝরছে, সেটা স্বাভাবিক। গাছের মালিক, চাষি ও ব্যবসায়ীদের চিন্তার কোনো কারণ নেই। এ ক্ষেত্রে বেশি গুটি ঝরলে গাছে পানি দিতে হবে। 

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর