হোম > সারা দেশ > ঢাকা

স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় স্ত্রীর মামলা, পুলিশ হেফাজতে নিরাপত্তাকর্মী

আজকের পত্রিকা ডেস্ক­

স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। ছবি: ভিডিও থেকে

রাজধানী বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন আনোয়ার হোসেনের স্ত্রী।

ডাকাতির এই মামলায় ৬–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ওই বাসার এক নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।

ওসি বলেন, ‘ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার সঙ্গে থাকা ১৬০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা করা হয়।’

ওই বাসার নিরাপত্তাকর্মীকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘বাসায় প্রবেশের সময় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় নিরাপত্তাকর্মীকে গেট খোলার কথা বললেও তিনি খোলেননি। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে থানায় নিয়ে আসা হয়েছে। তবে আটক বা গ্রেপ্তার কিছুই করা হয়নি।’

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে তাঁর কাছে থাকা স্বর্ণ এবং নগদ এক লাখ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত