হোম > সারা দেশ > শরীয়তপুর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: উপমন্ত্রী শামীমকে শোকজ

শরীয়তপুর প্রতিনিধি

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে শোকজ করা হয়েছে। গতকাল বুধবার নোটিশটি পাঠান ওই এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম। একই সঙ্গে তাকে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

এর আগে গত ৭ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চাছে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অভিযোগের প্রেক্ষিতে তাকে এ নোটিশ প্রদান হয়। 

নোটিশে বলা হয়েছে, আপনাকে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আপনি দ্বাদশ সংসদ নির্বাচনের শরীয়তপুর-২ আসনের (নড়িয়া–সখীপুর) একজন সংসদ সদস্য পদপ্রার্থী। গত ৭ ডিসেম্বর সকালে আপনি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের হাঁসের কান্দি ৬ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থী হিসেবে ৩০০-৪০০ লোকজন নিয়ে নির্বাচনী জনসভা করেছেন। 

ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা করেছেন, যা নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপনে জারিকৃত নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। 

আপনি কেন নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন, এই মর্মে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আপনাকে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে বা আপনার প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই