হোম > সারা দেশ > শরীয়তপুর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: উপমন্ত্রী শামীমকে শোকজ

শরীয়তপুর প্রতিনিধি

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে শোকজ করা হয়েছে। গতকাল বুধবার নোটিশটি পাঠান ওই এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম। একই সঙ্গে তাকে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

এর আগে গত ৭ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চাছে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর অভিযোগের প্রেক্ষিতে তাকে এ নোটিশ প্রদান হয়। 

নোটিশে বলা হয়েছে, আপনাকে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আপনি দ্বাদশ সংসদ নির্বাচনের শরীয়তপুর-২ আসনের (নড়িয়া–সখীপুর) একজন সংসদ সদস্য পদপ্রার্থী। গত ৭ ডিসেম্বর সকালে আপনি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের হাঁসের কান্দি ৬ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থী হিসেবে ৩০০-৪০০ লোকজন নিয়ে নির্বাচনী জনসভা করেছেন। 

ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা করেছেন, যা নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপনে জারিকৃত নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। 

আপনি কেন নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন, এই মর্মে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আপনাকে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে বা আপনার প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯