হোম > সারা দেশ > ঢাকা

নারী নির্যাতনকারী ও নারীর মানবাধিকার লঙ্ঘনকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী নির্যাতনকারী ও নারীর মানবাধিকার লঙ্ঘনকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে এ সব দাবি তুলে ধরেন। এ সময় তারা নির্বাচন কমিশনে স্মারকলিপিও জমা দেন।

এ বিষয়ে ফওজিয়া মোসলেম বলেন, ‘নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যেটা বলতে চেয়েছি সেটি হলো, নির্বাচনী পুরো প্রক্রিয়াটায় নারীরা যেন স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। সে রকম একটি নির্বাচনী পরিবেশ যেন তৈরি করা হয়।’ 

মহিলা পরিষদের ১৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; নির্বাচনে যাতে অধিক সংখ্যক নারী অংশগ্রহণ করতে পারে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা; নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীদের নিরাপত্তা ও মর্যাদার দিকে বিশেষ নজর রাখা; রাজনৈতিক দলগুলো থেকে যাতে অধিক সংখ্যক নারীদের মনোনয়ন দেয় সে বিষয়ে দৃষ্টি রাখা; সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ % নারীর প্রতিনিধিত্ব বিষয়ক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এর ৯০ নং ধারাটি সংশোধিত অধ্যাদেশেও অন্তর্ভুক্ত রাখা।

নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে মহিলা পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে প্রত্যেক রাজনৈতিক দলের কমিটি সমূহে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির বিষয়টি তিনি দেখবেন। এ ছাড়া নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে প্রান্তিক নারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু