হোম > সারা দেশ > ঢাকা

গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলায় এবং চব্বিশের গণ আন্দোলনে নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে এই শিশুদের পরিবারের প্রতি তিনি সহমর্মিতা জানান।

গাজা এবং চব্বিশের গণ-আন্দোলনে নিহত শিশুদের স্মরণ করে উপদেষ্টা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের বিবেক গণহত্যাকারী ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন করছে। পশ্চিমা বিশ্ব ইতিহাসের চরম ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী।

অনুষ্ঠানে উপদেষ্টা মন্ত্রণালয়ের সব উন্নয়নকাজের লক্ষ্য অর্জনে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দীন উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দলগত সম্প্রীতি কর্মউদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। ঈদের আনন্দঘন পরিবেশকে উজ্জীবিত করতে ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুস্থদের সহায়তা পৌঁছে দিয়েছে, এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকা পৌঁছে দিয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির