হোম > সারা দেশ > মাদারীপুর

কীটনাশক পানে স্বামীর মৃত্যু স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব তালুকদারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্ত্রী লাইজু আক্তার। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মাঝে দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ চলে আসছিল। এ ঘটনার জেরে গতকাল শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে রাজিব তালুকদার ঘরে থাকা কীটনাশক পান করেন। এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তাঁর স্ত্রীও পান করেন। পরে প্রতিবেশীরা ব্যাপারটা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব তালুকদারের মৃত্যু হয়। প্রাণে বেঁচে গেলেও স্ত্রী লাইজু আক্তারের অবস্থা আশঙ্কাজনক। 

এ ব্যাপারে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে তারা বিষ পান করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক